Header Ads

Header ADS

সরকার পদত্যাগ করলে সংলাপ কে করবে, প্রশ্ন করেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের মহাসচিব এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, সরকার পদত্যাগ করলে সংলাপের নেতৃত্ব দেবে কে?

ওবায়দুল কাদের

শনিবার রাজধানীর দারুস সালামের মিরপুর জেলায় ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ প্রশ্ন করেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ ও বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার পদত্যাগ করলে সংলাপ পরিচালনা করবে কে? বিএনপি অদ্ভুত কথা বলে। বিএনপির ডেড গ্যাং আন্দোলন ব্যর্থ হয়েছে এবং সেই ঢেউ আর আসছে না। ঢেউ এসে গেছে।

 ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানত নির্বাচনে তারা হারবে। এ কারণে তারা নির্বাচন ঠেকাতে চায়। তিনি আরো বলেন, সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কিন্তু যারাই নির্বাচন বানচাল করতে চায় তাদের তিক্ত প্রতিরোধের সম্মুখীন হতে হবে।
 আওয়ামী লীগের মহাসচিব বলেন: “যারা এদেশে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা সন্ত্রাসী বলে সবার কাছে পরিচিত, বিএনপি এখন আগুনের কথা বলছে, তাহলে আসুন আমরা ভেবে দেখি ঠাকুর আমাদের সাথে কে? আমি কলা খাইনি।'

ওবায়দুল কাদের বলেছেন: আজ মির্জা ফখরুল প্রায়ই আগুনের কথা বলেন। তারা এই আগুন এবং সন্ত্রাস দুটোই সৃষ্টি করেছে। দেশ জ্বালিয়ে দিয়ে যে নাশকতা চলছে তাতে বিএনপি জড়িত বলে আমাদের সন্দেহ। যারা অগ্নিসংযোগ করে তাদের অগ্নিসংযোগের ইতিহাস রয়েছে। এ গল্প এদেশের মানুষ ভোলেনি।

 আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে কেউ নেই এবং ‘বিএনপি’র পদযাত্রা ছিল নীরব যাত্রা। মানুষ এটাকে মৃত্যু মিছিল বলে। এখন বিএনপির আন্দোলন থমকে গেছে। একে স্থানীয়করণ প্রোগ্রাম বলা হয়। এই আন্দোলন প্রকাশ্য নয়। এই আন্দোলনে কেউ নেই। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের মহাসচিব এস এম মান্নান প্রমুখ।

এরপর ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদের খাবার ও উপহার বিতরণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.